Translate

বুধবার, ৬ মে, ২০১৫


প্রশ্নঃ কেন আমাদের ধর্ম প্রয়োজন?




উত্তরঃ প্রথমে আমাদের বুঝতে হবে “ধর্ম” বলতে কি বুঝায়?
অক্সফোর্ড অভিধান অনুসারে ধর্ম বলতে বুঝায় একটি বিশ্বাস অতিশক্তি সম্পন্ন সত্তা বা সত্তাসমূহের প্রতি যা প্রার্থনার কাম্য।
সলামে শব্দটা ব্যবহার করা হয়েছে “দীন”। দীন হল একটি জীবন ব্যবস্থা

Holy place of Muslim

এখন প্রশ্ন হল কেন আমাদের একটি জীবন ব্যবস্থার প্রয়োজন।
কেন আল্লাহকে বিশ্বাস করতে হবে বা তাঁকে জানতে হবে?
একটি মেশিন কিনলে সাধারণত জটিল যন্ত্রের ক্ষেত্রে একটি ব্যবহার বিধি দেয়া হয়।
প্রশ্ন হতে পারে কেন ব্যবহার বিধি প্রয়োজন?



ব্যবহার বিধি প্রয়োজন কারণ যাতে জটিল মেশিন সম্পর্কে জানা যায় বা বুঝা যায় মেশিনটা ব্যবহার করা যায়।
যদি আমরা ধরি মানুষ একটি মেশিন, তাহলে একমত হতে হবে যে এই পৃথিবীতে মানুষ একটি জটিল মেশিন। তাহলে এই জটিল মেশিন পরিচালনা করতে কি কোনো “ব্যবহার বিধি” লাগবে না!
অবশ্যই লাগবে। এই পৃথিবীতে মানুষের জন্য সর্বশেষ ব্যবহার বিধির নাম হল “পবিত্র আল-কোরআন”।
যেমন মেশিনের ব্যবহারবিধি লিখেন মেশিনের উৎপাদনকারী, তেমনি আমাদের
লিখেছেন আমাদের পালনকর্তা ও সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা। তিনি জানেন কি আমাদের জন্য ভালো ও কি মন্দ। তিনি আমাদের দিয়েছেন নিয়ম-কানুন।
যেমন- আপনি যদি একটি ল্যাপটপ কিনেন তাহলে আপনাকে দেয়া হবে ব্যবহার বিধি কিভাবে তা চালাবেন, বন্ধ করবেন ইত্যাদি।
তেমনিভাবে আল্লাহ তায়ালা লিখেদিয়েছেন কি আমরা করব বা করব না। আল্লাহ তায়ালা একটি মাত্র ধর্ম এই পৃথিবীতে দিয়েছেন। সেটা হল ইসলাম। যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে সূরা আলে-ইমরান
অধ্যায় ৩, আয়াত ১৯
“একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ্‌র কাছে ইসলাম।”
আল্লাহ তায়ালা সব যুগে নবী ও রাসুলগণ পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। সর্বশেষ কিতাব ‘কোরআন’ মুহাম্মদ (সঃ) উপর নাযিল করেছেন যা পৃথিবীর সব মানুষের জন্য।


1 টি মন্তব্য: